একটি গোপন সুরঙ্গের খোঁজে
তোমার ছায়ার আঙ্গুল ধরে
অনবরত ছুটছি আমি উলঙ্গ এই শহরে।
কোথায় লুকিয়ে রাখবো নিজেকে?


যেখানে মানুষ বেশে
           পশুরা সব বেড়াই ঘুরে,
হিংস্র ক্ষুধা হাত পা ছুঁড়ে          
              নৃত্য করে অন্ধকারে !
যেখানে মানুষ
         রক্ত দেখে উল্লাস করে,
ফুল দেখে মুর্ছা যায়
              খুব সহজে !
তুমি তো নেই, তোমার ছায়া আছে
                         এই শহরে
দ্যাখো সভ্যতার কেমন অধঃপতন
ছিঁড়ে ছিঁড়ে খায় তোমার ছায়ার যৌবন!