এবার আর মানবো না
যতই দাও চুম্বনে বাঁধা
ছিঁড়ে ফেলবো রজনীগন্ধা
খুলে ফেলবো বিন্যস্ত খোঁপা
ফুঁৎকারে উড়িয়ে দেবো  
অহংকারী ভুল!


বিভেদের দেয়াল টপকে
এটুকুই একান্ত মানবিক চাওয়া
চোখে চোখ,স্তব্ধ হোক
বুকে যন্ত্রণার ভিসুভিয়াস    
নিঃশ্বাসে নিঃশ্বাসে
পুড়ে ছাই হোক
যত সামাজিক গরল।
  
মনুষ্য পাপাচার
হৃদয় থেকে  বহুদূর
ভালোবাসা বিশ্বাসের খেলা
মেঘ আর রোদ্দুর।