হ্যাঁ, তুমি আরো বেশি নিষ্ঠুর হও—
দাগ বসাও বুকে পিঠে ঊরু জঙ্ঘার প্রতিটি পৃষ্টায়
জেনে নাও, জৈবিক কি কি পুড়লে
এই শহর ভরে যায় মানুষ শিকারি পতঙ্গে    
এর আগেও জ্বলতে দেখেছি তোমার নীল চোখ
— ক্ষুধা তৃষ্ণা ঘৃণায়!
কীসের তালাসে ঘোরে বর্বর মুঠি ?
চারপাশে তো নগ্ন  সবাই—  
দাঁতের ফাঁকে লুকিয়ে থাকা মিথ্যা মুচকি হাসে  
বীজাণু ছড়ায় দূষিত হাওয়া
জলের আর্তনাদে কার কি আসে যায়?  
বিস্তৃত অন্ধকারে লালসার জীভ পা ছড়িয়ে বসে থাকে!

এই সব পঙক্তির ভবিতব্য ওরা ভালো করেই জানে।।