দ্যাখো একবার বিমল চক্ষু মেলে
সময়ের উন্মাদ ঢেউ
কেমন আছড়ে পড়ছে বুকের তটে
তোমার চিহ্ন মুছে মুছে
নিয়ে যাচ্ছে ক্রমশ গভীর তলে...

আর আমি অন্ধ বালক
নৈঃশব্দের মধ্যে কেবল শব্দ খুঁজছি
খুঁজে দেখিনি কোথায় আছে
প্রাণের স্থির ধ্বনি
কোন কাননে ফুটেছিলে অখন্ড তুমি!
আজন্ম জেনেছি শুধু-
ধমনীতে ভুল রক্ত প্রবহমান
ভুল নিশানা, ভুল জলে অগ্নিস্নান!