আমাদের এখন বলা উচিত
মানুষের অজান্তে কীভাবে কাজ করে ইতিহাস
নিঃশব্দে অস্তিত্বের গভীরে
আর বলা উচিত ফাল্গুনের পাতাঝরা দুপুরে
কেন ফুটে ওঠে হৃদয়ের আরশিতে
শহীদের মুখ; আহত বর্ণমালার স্বচ্ছ অবয়ব
সালাম রফিক জব্বর বরকত
কেন ভেসে যায়
বুড়িগঙ্গায় অনুচ্চারিত শব্দের শব
আর জলের নিষিদ্ধ অনুনাদ
আরো বিশদভাবে বলা প্রয়োজন
কেন এই প্রভাতফেরি স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক
কীভাবে উপড়ে ফেলেছি ঘাতকের লাল চোখ
কীভাবে রক্তের দানায় জমানো ঘৃণায়
ফুঁসে ওঠে নদী; বিভক্ত হয় জাতি
আর ব্যর্থ হয় বিশুদ্ধ মেধা মনন ও শ্রম
কীভাবে লুট হয় যাবতীয় ফসলের ঘুম
অথচ আমরা এসব কিছু না বলে
কেবল বলছি স্বপ্নের সোনালি মরালের কথা
পলকেই ফুল হয়ে যাওয়া
বাজিকরের হাতের মহান রুমাল
আর নিমেষেই উধাও
সেই অলৌকিক পায়রার কথা ।