যাও, ফিরে যাও—  
কে তোমাকে ডেকেছে এখানে—এই ঘোর অরণ্যে  
কেউ কি কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলেছে
কোনদিন এইবার খুলে ফেল প্রাণ
জড়ায় জড়ায় আর কতো এইভাবে আঁকড়ে থাকবে?


নিজের ভিতর সেঁধিয়ে থাকতে থাকতে তুমি তো ভুলে গেছো
জ্যোৎস্নার স্বাদ, জলের কল্লোল, বৃক্ষ সবুজের আওভান
ক্ষুধায়, তেষ্টায় তোমাকে বড় অসহায়, ন্যুব্জ দেখায়
আপোষ করে ঘরে ফিরে যাও– ঘুমাও ঘুমাও
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখ, হেসে ওঠো, কাঁদ, লাফালাফি কর হাত পা ছুঁড়ে
দিব্যি দিন কেটে যাবে, ভাল থাকবে, সুখে থাকবে...


পাখিদের ব্যাকরণ জানতে এসো না, স্বাধীনতা—
অসীম আকাশ তোমার নয়, বৃথায় উড়তে চেয়ো না
বরং মাথা নীচু করে থাক, বাঁচ—
সরীসৃপের মতো বুকে ভর দিয়ে চল, অনেক দূর যেতে পারবে,
গায়ে মাথায় হাত বোলাবে—এতো আদর ফেলে কেউ আসে?  
সেই তো ভাল, তোমার দুঃখে সবাই আহা উহু করবে


যাও, ফিরে যাও—
লতা গুল্ম শস্য নিয়ে আনন্দে দিন কাটাও, ফুলের ঘ্রাণ নাও
গলা ছেড়ে গান গাও—
কেউ কিচ্ছু বলবে না, মারি ও মড়ক যদি আসে প্রার্থনা করো বসে বসে
কে তোমাকে দিব্যি দিয়েছে সমুদ্রে যেতে, হাওয়ার বিষ শুষে নিতে,
আপাদমস্তক নীল হতে !  
মাথা ভর্তি আগুন নিয়ে কে তোমাকে বলেছে এ ভাবে ছুটে বেড়াতে
ক্রন্দসীর যন্ত্রণা—কতোটুকুই আর পুড়বে তোমার দাহ্যবলে


যাও, ফিরে যাও—
আর কখনও এসো না এইভাবে ঘরদোর, উঠা্‌ন, বাগান, মনিকাঞ্চন
অতো ভালবাসাবাসি ফেলে কে তোমাকে ডেকেছে ?