এইতো আমাদের সুসজ্জিত বাগান!
বিবর্ণ সবুজ, চাঁদের বুকে ক্ষত,
জ্যোৎস্নায় হলুদ রক্ত !
কর্কশ শব্দে বিমর্ষ সময় ঘোরে চতুর্পাশে;  
ভালোবাসার দেয়াল টপকে চোখে নামে অবরোধ;
রক্তে রক্তে ধ্বনিত হয় না হাসি আনন্দ গান।


এক জনমে আর কতো নষ্ট ফুলের ঘ্রাণ?
সমুদ্র নীলে আকাশ হয়েছে ম্লান!
জীবনের বিরুদ্ধে শুধু জমেছে অভিযোগ;
বৈরি হাওয়ায় খেলে দুরন্ত স্বপ্ন, জন্ম- মৃত্যু,
বেঁচে থাকার তীব্র হাহাকার! দৈব দুঃখ ভোগ;    
আর পাওয়া না পাওয়ার অজস্র অভিযোগ।

অথচ বৃক্ষের কোন অভিযোগ নেই
মানুষের কাছে; নদীর কোন অভিযোগ নেই,
কেন ক্রমশ তার বুকের জল শুকিয়ে যাচ্ছে?
পাখির কোন
অভিযোগ নেই নিঃসঙ্গ ভোরের কাছে!
নিঃশব্দে ক্ষয়ে যাওয়া পথেরো
কোন অভিযোগ নেই বিস্তৃত প্রান্তরের কাছে!
কিন্তু আমাদের ... আমাদের...


তারপরও সম্মুখে যখন
দাঁড়ায় এসে বিচ্ছেদ বিকেল
শুধু আকাঙ্ক্ষা থাকে... দূরে যেতে যেতে  
যেন সহসা আবার ছুঁয়ে ফেলি তোমাকে...