আমাদের প্রতিটি অর্গানে আজ পচন ধরেছে।
কেবল পতনের শব্দ ছাড়া আর সব কিছুই নিঃশেষ!
এমন কি এই দূষিত জল ও হাওয়ায়
আর কোন বিশুদ্ধ অঙ্কুর সতেজ বৃক্ষ হয়ে ওঠে না।
রোদপোড়া মানুষের পাঁজর ঘেঁষে দাঁড়ায় না মানুষ।
কেউ কেউ মধ্যবিত্ত বোধ ও রুচির অহমিকায়  
ক্ষীণ আশা নিয়ে দীর্ঘশ্বাস ফেলেন  
আর চশমার ফ্রেমের ফাঁক দিয়ে দেখেন  
কতদূর এগুলো বাংলাদেশ ?  
হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুতের ঝলকে
সবার চোখ ধাঁধিয়ে গেল...
কী আশ্চর্য!
ছুঁড়ে ফেলে দুধের বাটি
মুঠোয় মুঠোয় আগুন পান করে
কোথা থেকে বেরিয়ে এলো এই অগ্নিসন্তানরা !
ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো বেরিয়ে এলো রাজপথে।
এরা কাউকেই তোয়াক্কা করেনি,
মধ্যবিত্ত গোঙানি,প্রশাসনের চোখ রাঙ্গানি,
এদের কণ্ঠে কেবল উচ্চারিত হচ্ছে ন্যায় বিচারের ধ্বনি।
এরা চাইতে শিখেছে, আদায় করে নিতে শিখেছে
হাতে হাত রেখে স্লোগান দিতে শিখেছে,
এরা জেনে গেছে
এই বাংলাদেশে মানুষ হয়ে ওঠার মূল মন্ত্র
‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ,
যদি রুখে দাঁড়াও,তবে তুমিই বাংলাদেশ।’