যদি সব ঠিক থাকে
তাহলে দেখা হচ্ছে তোমার সাথে;
দীর্ঘ প্রতীক্ষিত সময় ক্ষয়ে
বেদনার নীল প্লাবনে ভাসতে ভাসতে
বিধ্বস্ত নগরীর বুকে মৃতদের মিছিলে,
শোক থেকে শক্তি নিয়ে যেখানে ঘুরে
দাঁড়ায় মানুষ বাচার দৃঢ় প্রত্যয়ে।
সেখানে দেখা হচ্ছে তোমার সাথে আবার।।


যদি সব ঠিক থাকে
গ্রহ, নক্ষত্রের গতিপথে কোন হেরফের
না ঘটে, যদি মানুষ এখনো দৃঢ় বিশ্বাসে
পথ আগলে রাখে মানুষের জন্যে,
যদি এখনো ভালোবেসে মানুষ স্বপ্ন দ্যাখে
শোভন মানুষ হওয়ার।
তাহলে দেখা হচ্ছে তোমার সাথে আবার।


যদি সব ঠিক থাকে
অন্যায়ের সাথে আপোষ না করে
মানুষ বিদ্রোহ করে-
ছড়িয়ে পড়ে জনপদে জনপদে,
রক্ত প্রবাহে স্লোগান ওঠে মানুষের
অধিকার প্রতিষ্ঠার,
প্রতিহিংসার লেলিহান শিখায় যদি
ঝলসে না যায় মনুষ্য হৃদয়,
তবে নিশ্চিত জেনো, দেখা হচ্ছে তোমার সাথে আবার।


যদি সব ঠিক থাকে
জাতি,ধর্ম,বর্ণ, রাষ্ট্র, সবকিছুর উর্ধ্বে উঠে
মানুষ কেবল মানুষ খোঁজে, মানুষ বোঝে,
অসীম ক্ষমায় জীবন বাঁধে;
অস্ত্র,বারুদ ফেলে গোলাপ হাতে প্রেমিক সাজে,
তবে নিশ্চিত জেনো, দেখা হচ্ছে তোমার সাথে।