এই শতাব্দীর দেবতারা বেশ উল্লাসে আছে!
অথচ মানুষের বুক থেকে ঘৃণা
ক্রমান্বয়ে কুণ্ডলী পাকিয়ে উঠে যাচ্ছে
ঈশ্বরীর বুকে
বিশ্বাসের সাজানো বাগান তছনছ করে!
সেই শোকে খসে পড়ছে নক্ষত্র
নিসর্গের অপূর্ব গ্লাসে!
আর আমি চূড় চূড় স্বপ্ন কুড়িয়ে
পকেটে রাখছি পরম আদরে।
কোন আদম সন্তান কি পারে
মাতৃস্তনে মুখ রেখে
দুধের পরিবর্তে রক্ত চুষে নিতে?
হামাগুড়ি দিয়ে মানুষ আর
কতদূর যেতে পারে বিপুল উৎসাহে?
যখন মাটি ছুঁয়ে আছে নাভি!