মাংসের বোতাম খুলে দেখালে ক্ষতের কুসুম; দাউ দাউ অন্ধকার—
আমার
জ্বলে যাবার সময়—
ঝরে
পরে
মেঘের পেখম
ময়ূরীর নাচ
কফিনের গান
আপেলের ক্ষত
তার কথা ভাব মুমূর্ষু হাসপাতাল?
গোলাপের দিকে
নেমে যাওয়া রাত ক্রমশ গ্রাস করে
আঙুলের গোপন কারসাজি,
জ্যোৎস্নার উত্তাপ,জলের শিস—
ভরে ওঠে শস্যমাঠ; ক্লেদাক্ত রক্তমাংস
উন্মাদ উল্লাস—!
সেই ট্রমাটিক মুহূর্তগুলো পেরিয়েই
রক্তে জেগে ওঠে ক্ষুধার্ত ঈশ্বর—
তোমার শরীর,আমার একান্ত প্রার্থনা
তীব্র হাহাকার—
আমার  
ভেঙে
পড়ার
সময়...