পৃথিবী'র সহস্র কোটি বাবা'দের ভিড়ে
আমি কাকে বাবা বলে ডাকি?
অথচ,
এইসব ত্রিকোণমিতিক জীবনের
হিসেব-নিকেশ ভূলে গিয়ে
শু'য়ে আছি বাবা নামক প্রকাণ্ড এক
বটবৃক্ষের সুশীতল ছায়া তলে।


আমি সৃষ্টি'তে বিশ্বাসী,
সৃষ্টিকর্তা'য় নয়!
মায়ের পবিত্র প্রসব ব্যাথা ভূলে গিয়ে
পাগলের এক প্রলাপ ব'কি;
মা'য়ের ভ্রূণে নয়,
তোমরা যারা খোদা দ্রোহী,
তোমাদের জন্মটা বোধহয় কলাগাছ ফেড়ে'ই হয়।


খোদা বিদ্বেষী'দের ঢের জেনে রাখা উচিৎ;
ধর্ম মানে উগ্রতা আর
সন্ত্রাসবাদ নয়।
ধর্ম বা'দে মানবতা নয়
ধর্ম তো মানবতার'ই কথা কয়।