আবরণ (মজাক্ষরা -৫)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


ধন জন
যদি আসে
নব সাথী
হয়ে সদা নিশি দিন,
ধরণীর
কাছে যায়
ক্ষণে ক্ষণে
জীবনের বেড়ে ঋণ।


তাতে যারা
আপনার
হয়ে গায়
সুখে দুখে গুন গান,
ওদেরি তো
মোহ মায়া
বিদায়েতে
বেঁধে দেয় পিছু টান।


তাই বলি
ধন বিনে
সদা যদি
জ্ঞান করো অহরণ,
হতে পারে
মরণটা
জীবনের
থেকে বেশি আবরণ।


( অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় কবি মুহাম্মদ মনিরুজ্জামান-এর
মজাক্ষরা ছন্দে আকৃষ্ট হয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টা)
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/১০/২০২০ইং।