আবার আসবো ফিরে
বোরহানুল ইসলাম লিটন
===================৥৥৥


ডাক দিয়েছে দয়াল বিধি
থাকবো কিরে আর,
রাখ খুলে রাখ বন্ধু তোরা
যত্নে মনের দ্বার।


ঐ চেয়ে দ্যাখ দূর গগনে
গড়ছে আমার ঘর,
সব ফেলে আজ ছুটবো একা
নয় তবু কেউ পর।


আসবো আবার শিশির হয়ে
গাইতে পাখির গান,
খুব সকালে ডাকবো তোদের
গড়তে সুখের প্রাণ।


হিমেল বায়ে প্রাণ জুড়াবো
রাখাল বাঁশির সুর,
ছন্দ ছড়ায় ডাকবো তোদের
দেখতে অচিন পুর।


জোনাক জ্বলে ঘুম পাড়াবো
ঝিঁঝিঁ র ডাকে রোজ,
সন্ধ্যা সকাল রাত দুপুরে
রাখবো তোদের খোঁজ।


তারপরও মোর মন গহিনে
নামলে ব্যথার ঢল,
বৃষ্টি হয়ে আসবো ছুটে
ফেলতে ক’ফোট জল।


===================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৭/২০২০ইং।