অবশেষে
=====================@@@


ক্ষীণ এক বীজ মেনে আপনারে দোষী,
সরস মাটির আড়ে জেগে ছিলো বসি।
মন যায় ক্ষণ যায় দিতো না ইশারা,
একদিন ভাবে আমি কেন যাবো মারা!


সাহস যোগায়ে শেষে ভুলে অভিমান,
মেললো সে চারা হয়ে জীবনের গান।
সেদিনই বাতাস এসে দিলো তারে ঝাঁকি,
দুলে কয় দুনিয়াটা একা তোর নাকি!


(কয়েক দিন থেকে সবজি চাষের
আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেখান
থেকেই এই কবিতাটি লেখা।)
=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/১১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন