আহ্বান
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


আয় তোরা নয় জরা
চলি রেখে কাঁধে কাঁধ,
মনো আশে উল্লাসে
মেতে উঠি খুলে বাঁধ।


করে খুন কিড়া ঘুণ
মন দিয়ে করি কাজ,
হাত ধরি দেশ গড়ি
খোয়ে সব ক্ষোভ লাজ।


সংকটে অপকটে
এক সাথে পেতে বুক,
মান নয় অপচয়
ভাগ করি সুখ দুখ।


চলি হাসি পাশাপাশি
ভুলে ভেদ বিদ্বেষ,
অজ্ঞতা অসমতা
নিমেষেই হবে শেষ।।


==============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৫/২০২০ইং।