আহত আঁজল
=========================@@@


যখন রজনী পেয়ে দিবসের শেষে
তৃষিত ব্যাঙেরা মাতে কোলাহলে খাগড়ার ঝাড়ে,
বুকের মায়াবী বাটে সোহাগিনী তালে
সহসা শালিক এক ডেকে উঠে শত আবদারে।


পূবাল সমীর শুনে করে কানাকানি
হয়তো চাঁদ রে ওরা নিতে চায় খুব বেশী দূর,
বুঝেও মেঘের পেটে মেঘ যায় ঢুকে
কচুর বাদাড়ে শুনে ঝিঁঝিঁদের ডাকাতিয়া সুর।


অকালে সিতারা নেমে দু’একটা খসে,
নীরবে অবাক রয় হিজলের ডালে
নির্ঘুম অশুভ কোন পেঁচকের দু’অক্ষিতে বসে।


শুকনো পাতায় সেই চির চেনা গীতি,
গড়তে ভূতুড়ে তনু আঁধারের দেশে
ব্যাকুলে গোমড়া সাজে শ্বাপদের বুকে চষে প্রীতি।


এ’ দেখি আজব পুরী আমারি এ’ হৃদে
গোপনে বালির বাঁধে আটকায়ে নিশুতির ঢল,
তবুও জানি না কেন পিছু ফিরে চায়
ভীষণ যতনে জাগা বঞ্চিত এ’ আহত আঁজল।


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন