=====================@@@


বিদ্যা শিখে জান্তা বাবু
আমরা কালের ঘরে,
সাজছি বা কেউ গণ্য ঘনা
রত্ন ধনের দরে।


সময় হলে আসবে মরণ
তবু কি কেউ করছি স্মরণ!


ভাবছি বরং গায়ের জোরেই
ক্রম তো বুড়োর তরে!
বিদ্যা বা ধন আজ তবে কি
হুঁশ নাশী বন্দরে!


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০৮/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন