আলোর খোঁজে
বোরহানুল ইসলাম লিটন
================//



খুঁজতে ভোরে বের হয়েছি
দেখবো আলোর মুখ,
শান্তি হারা ক্লান্তি মনে
ভরবে আশায় বুক।


ঘর বাহিরে জনের ভিড়ে
পাহাড় গহীন বন,
পাগল বেশে উদ্র্ধশ্বাসে
দৌড়ে বেড়ায় মন।


চন্দ্র ভানু জিজ্ঞাসিনু
দেখতে তারার দেশ,
জল পবনে বললো শুনে
নেইকো তাহার শেষ।


দশ দিকেতে বেড়াই খুঁজে
পুরতে মনের আশ,
বিজ্ঞে বলে সর্বে চলে
শান্তিশালায় বাস।


রিক্ত হাতে সিক্ত আমি
পথের ধুলায় পরে,
অজ্ঞ দ্বীনে কর্মহীনে
যাচ্ছি তোমায় স্মরে।।


******************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৩/২০২০ইং।