আমাদের গ্রাম
বোরহানুল ইসলাম লিটন



ছোট্ট মোদের গ্রামখানিটি
গাছ-পালাতে ঢাকা,
পাশ দিয়ে তার মেঠো পথ
দেখতে আঁকা বাঁকা।


পুকুর দীঘি ঘিরে আছে
সারি সারি গাছ,
সারা বছর পাই যে খেতে
টাটকা তাজা মাছ।


শাক সবজিতে ভরা ক্ষেতে
লাউ ঝুলে মাচায়,
রোগ-শোকের হাত থেকে যে
এরাই মোদের বাঁচায়।


বিকেল বেলা মাতি নিয়ে
হরেক রকম খেলা,
বাসন মাজতে পুকুর ঘাটে
বসে বুঝি মেলা।


মাঠে মোরা ফসল ফলাই
দিয়ে গরুর হাল,
বর্ষাকালে মাঝি চলে
নৌকায় তুলে পাল।


বৃষ্টিতে মানপাতা কাটি
ওটাই মোদের ছাতা,
কাদায় ভরে রাস্তা ঘাট
যায় না কভু হাঁটা।


রাত্রি কালে উঠোনে চলে
জারি সারি গান,
কিচ্ছা কথা নকশি কাঁথা
এইতো গ্রামের প্রাণ।


গোলা ভরা ধান যে মোদের
গোয়াল ভরা গরু,
কাঁচা পাকা ঘরগুলো সব
রাস্তা সরু সরু।


সহযোগিতার হাতটি বাড়ায়
সবাই সবার প্রতি,
দুঃখ সুখের ভাগ নিতে নেই
হিংসা সামান্য ‍অতি।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০১/২০২০ইং।