আমার নবীর শান
[email protected]@@
আমার নবীর মুখ,
স্বপ্নের মাঝে দেখেছে যেজন
সেও ভুলেছে যা দুখ।
যে পেয়েছে কিছু হৃদে পুষে তার
অমিয় বাণীর সুধা,
তুচ্ছ করে সে স্বার্থের মায়া
শিকায় তুলেছে ক্ষুধা।
চুপিসারে যদি করতে চেয়েছে
সদাচারে কেউ ক্ষত,
স্বর্গের ঘ্রাণ দিনে দিনে পেয়ে
হয়েছে যে অনুগত।
জেনে বুঝে আজ গাফেল যে যারা
দম্ভের ধারে ভাই,
চেয়েও অমন বোকা কি গো পাবে
ধরণীতে খুঁজে তাই!
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
সুন্দর ভাবনার সুন্দর ধর্মীয় কবিতা
ভালো লাগল
ধর্মীয় চেতনায় অসাধারণ কবিতা। অপূর্ব উপস্থাপনা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সাঃ ) কে নিয়ে দারুণ আবেগঘন ধর্মীয় চেতনার কবিতা,
ভাল লাগলো ; শুভকামনা রইল।
ধর্মীয় আচ্ছাদন সমৃদ্ধ সৃজনশীল কাব্য মন ছুঁয়ে গেলো প্রিয় কবি। অপূর্ব! অফুরন্ত শুভকামনা থাকলো আপনার জন্য। ভালো থাকবেন সবসময়।
দুর্দান্ত অনুভূতির বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা অবিরাম ।। শুভ বিকেল প্রিয় কবি
ধর্মীয় চেতনার দারুন কবিতায়
বাড়ুক আমাদের ঈমানের তেজ।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
মনকে মশগুল করে রাসুল ও আল্লাহর প্রেমে। এমন সুন্দর লেখা উপহার দেবার জন্য কবির প্রতি কৃতজ্ঞ। আল্লাহ আপনার সকল ভালো করুণ।
ধর্মীয় চেতনার অনন্য কবিতা। খুব ভালো লাগলো। শুভেচ্ছা অফুরান প্রিয় কবি।
দারুন চেতনাদায়ক কবিতা।গাফেলতি আজ অধঃপতনের কারন।
শুভেচ্ছা ও শুভকামনা পিয় কবি।
সুন্দর কবিতা কবি! নবীর মুখ মোবারক স্বপ্নে দেখলে আর কিছু লাগে কবি! কতোই না সৌভাগ্যবান ঐ ব্যক্তি!!
অভিনন্দন রইলো সম্মানিত কবি।
ধর্মীয় চেতনাবোধের অনবদ্য উপস্থাপনা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সুন্দর গীতি কবিতা প্রকাশ কবি দা ভাল থাকবেন
সুন্দর ধর্মীয় চেতনার, জ্ঞান ধারার কাব্য কথায় মুগ্ধ ।
প্রিয়কবিকে শুভেচ্ছা অশেষ , ভাল থাকুন সদা ।