আমাদের গ্রাম (সনেট)
====================@@@


সবুজ আঁচলে ঢাকা সুজলা বদনে
রয়েছো পরবে খুলে পরিজনে আঁখি,
করম তোমাতে থাকে মেতে জাগরণে
প্রভাতী অলস কাড়ে সুরে সুরে পাখি।


মাটির দো’তলা গৃহ মাথা উঁচু করে
সখ্যে বেঁধেছে বলে সারি পাশাপাশি,
দু’ফলা জমিন পেয়ে বিধাতাকে স্মরে
ক্ষণিকও মুছে না জাগা কৃষকের হাসি।


ভুলে কি কখনো কেউ স্নিগ্ধ স্বরূপ
যে দিয়েছে একবার দু’নয়ন বলি!
বরং সাজায়ে খোশে আপনারে ধুপ
পরহিতে খোয়েছে সে সুরভী সকলি।


প্রবাহের ছোঁয়া হলে মায়ের মতোন,
থাকে কি বেঘোরে কেউ না করে যতন!!


             (মাত্রাবৃত্ত)


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/১০/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন