আমি এখন ঢাকা
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


খোকা
আমি এখন ঢাকা।
কাজ কোন কাম নেই রে বাজান
চলছে সময় ফাঁকা!
ঘুরলে কলের চাকা!
এই ঈদে তোর আনবো জামা
বাক্য দিলাম পাকা!


শুনবি সদা মায়ের কথা
করবি না তা হেলা,
বসলে পৌষের মেলা!
যাস যদি তুই দেখতে সেথা
থাকতে ফিরিস বেলা!


সন্ধ্যা সকাল পড়বি বসে
রোজ যাবি ইস্কুলে,
রোল তাতে এক ছুঁলে!
রঙ খাতা বক্স কিনতে এবার
আর যাবো না ভুলে!


গাছগুলো সব যত্নে রাখিস
জল দিয়ে তিন বেলা,
জমলে মেঘের ভেলা!
ঘর ছেড়ে তুই যাস নে খোকা
করতে কোথাও খেলা!


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০১/২০২১ইং।