আমি বাংলাদেশের চাষী (গীতিকাব্য)
[email protected]@@
আমি, বাংলাদেশের চাষী,
ও ভাই, বাংলাদেশের চাষী।
ব্যাকুল মনে দেয় এনে বল
পল্লী মায়ের হাসি -
আমি, বাংলাদেশের চাষী,
ও ভাই, বাংলাদেশের চাষী।
রোদ বাদলে কাজের বুকে
সঁপে আশার প্রাণ,
বতর চিনে চাষ করি ভুঁই
তুলতে সোনার ধান।
মাটির সোঁদা গন্ধে এ গল
হয় সুরে উল্লাসী -
আমি, বাংলাদেশের চাষী,
ও ভাই, বাংলাদেশের চাষী।
কাস্তে কোদাল আমার সাথী
ছিপ কখনো জাল,
বর্ষা এলেই হাল ধরি নায়
তুলে রঙিন পাল।
ঝিরঝিরে বায় চাঁদনী রাতে
পুঁথির সুরে ভাসি -
আমি, বাংলাদেশের চাষী,
ও ভাই, বাংলাদেশের চাষী।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
মোটামুটি একটা সুর করার চেষ্টা করেছি।। খুব ভালো লাগলো ।।প্রিয়কবি শুভকামনা রইল।।
দেশাত্মবোধক চমৎকার গীতিকাব্য।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
বাংলার চাষীরাই বাংলার প্রাণ। সুন্দর কবিতা! অশেষ শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি।
অনবদ্য।দারুণ
দারুণ গীতি কাব্যে মুগ্ধ হলাম ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
অসাধারণ! অসাধারণ গীতিকাব্য হৃদয় মন ছুঁয়ে গেলো প্রিয় কবি। আর যাবেই না কেনো, চাষীর কোলেই যে আামাদের জন্ম। একটি কৃষি প্রধান দেশে এমন চমৎকার গীতিকাব্য অমর হয়ে থাকবে অনাদিকাল। অফুরন্ত শুভকামনা থাকলো আপনার জন্য প্রিয় কবি। ভালো থাকবেন সবসময়।
খুবই সুন্দর অনুভূতির বেশ চমৎকার একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা নিরন্তর ।। শুভ বিকেল প্রিয় কবি
চমৎকার!!! সুর পেলে আরও সুন্দর হবে। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসাই এমন সুন্দর দেশাত্মবোধক কবিতা লিখার অনুপ্রেরণা যোগায়। খুবই ভালো লাগল প্রিয় কবি, শুভ কামনা রইল।
অসাধারণ নির্মাণ
জীবনবোধের সুন্দর গীতি কাব্য উপহার !
প্রিয়কবিকে হার্দিক শুভেচ্ছা , অভিনন্দন জানাই । ভাল থাকুন সদা ।
কবি মনোমুগ্ধকর লিখা পাঠে বেশ লাগল ধন্যবাদ।
মা শা আল্লাহ! আসলেই অনেক সুন্দর গীতি কবিতা!
অনেক অনেক অভিনন্দন রইলো সম্মানিত কবি।
মাশাআল্লাহ
চমৎকার উপস্থাপন
'আমি বাংলাদেশের চাষী
ও ভাই বাংলাদেশের চাষী।'অসাধারণ লিখেছেন কবি।কয়জনে এই চাষী ভাইকে নিয়ে ভাবে!খুব ভাল লেগেছে প্রিয় কবি ।ভালো থাকুন সদা ।শুভ কামনা নিরন্তর ।
দারুণ গীতিকবিতা! দারুন ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
বাংলার চাষীদের দুঃখ কষ্ট নিয়ে দারুণ আবেগঘন জীবনমুখী ও মানবতাবাদী ভাবনার গীতি কবিতা
ভাল লাগলো ; শুভকামনা রইল।
খুব মানবিক। কে আর ভাবে এদের কথা?
ভীষণ ভালো লাগলো ভাই!
ভালো থাকো সব সময়।
শুভকামনা রইল সাথে।
খুব সুন্দর!