আমি বিশ্রাম চাই!
[email protected]@@
বিশ্রাম চাই গো আমি,
হে আমার অন্তর্যামী!
ক্লান্ত পরিশ্রান্ত এই ভগ্নসার কায়া,
অস্থির মননে খুঁজি চতুর্দিকে সুশীতল ছায়া।
দেবে কি পুষ্পিত বাগ,
বক্র চক্ষু নেই যেথা হিংসা দ্বেষ
দুর্জনের অনুরাগ?
’অন্ধের অস্ফুট আশা ক্ষুধিতের শ্বাস,
অবলার হৃদে তুমি সুদৃঢ় বিশ্বাস’
কেন জমবে তবে ব্যস্ত নাবিকের হার,
অকূল পাথারে যেবা ক্ষণে ক্ষণে ডাকে
’হে আমার রাহাবার!’
হে চির জগত স্বামী!
ক্ষিপ্র অম্বুদের ধার আজ দেখি স্বপ্নালয়ে
হীরকের চেয়ে দামী!
গর্দভও বলে কি মজা!
ব্যাকুলে যখন টানে হাড্ডিসার অশ্ব
কর্তব্যের তীব্র ঘাতে সভ্যতার বহ্নিমান ধ্বজা!
আমি ভুলতে চাই সব,
যা চঞ্চলা অনুভব!
তোমার চরণে সপে আপনার বিধ্বস্ত হরফ!!
(অক্ষরবৃত্ত)
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
আধ্যাত্মিকতা আপনার লেখনীতে নতুন মাত্রা পায়। আমি মুগ্ধ পাঠক। অভিনন্দন, সম্মানিত কবি।
বাহ,অসাধারণ প্রকাশ।অনেক অনেক ভালো লাগলো।
সৃষ্টিকর্তার শানে নিজেকে সমর্পিত একটি মনোজ্ঞ পরিবেশনা কবি। দারুণ মুগ্ধ!
"ক্ষিপ্র অম্বুদের ধার আজ দেখি স্বপ্নালয়ে
হীরকের চেয়েও দামি"
চমৎকার উপমায় মন ভরপুর।
হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
অসাধারণ ভাবনার অনন্য কাব্য উপহার!
খুবই ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
ভালো লাগার এক দারুণ প্রকাশ
---- শুভ কামনা নিরন্তর ----
ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা
বিরহ, মানবতা, রুপক সবকিছুর এক অনন্য বিশিষ্ট কবিতা। অসামান্য প্রিয় কবি।
অসাধারণ লিখেছেন খুবই ভালো লাগলো ধন্যবাদ।
অসাধারণ মানবতাবাদী বিরহের কবিতা পাঠে মন ছুঁয়েছে ভালো লেগেছে ধন্যবাদ।
আজকের কবিতাটি একেবারে অন্যরকম !
হৃদয় ছুঁয়ে যাওয়া বিরহের অসাধারণ কাব্য বুনন । ভালোলাগা অপরিসীম । শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
চমৎকার বিরহ গাঁথা মানবতাবাদী সৃজনশীল কবিতা পাঠে মুগ্ধ হলাম প্রিয় কবি। অপূর্ব! ভালো থাকবেন সবসময়।
সুন্দর মানবতাবাদী ,বিরহ ছান্দিক কাব্য প্রকাশ, মুগ্ধ ।
হার্দিক শুভেচ্ছা প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
বিরহ মাখা মানবিক ভাবনায় ধর্মীয় চেতনাবোধের অপূর্ব নান্দনিক উপস্থাপনা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সত্যি অপূর্ব!
খুব ভালো লাগলো সম্মানিত কবি। একটা বিষয়, শেষ লাইনে হরফ বলতে কি জ্ঞান মেধা এসবই বুঝিয়েছেন কবি!
দারুণ! দারুণ! অসাধারণ।
অনন্য এক আবেগে ভরা চমৎকার শব্দশৈলীর অনুপম কবিতা মালার মনোময় প্রকাশ।
অনেক অনেক শুভেচ্ছা রইলো।
রূপকের আড়ালে দারুণ আবেগময় জীবনমুখী ও মানবতাবাদী ভাবনার বিবিধ কবিতা,
ভাল লাগলো ; শুভকামনা রইল।