দু’টি চতুষ্পদী (আমি শুধু! ও খুঁজবে না জানি!)
=========================@@@


১) আমি শুধু!


হিজলের আড়ে সূর্য নেমেছে গোধূলির রঙ মাখি,
গাগরী কাঁকালে কূলো বধু ফিরে খুশিতে রাঙায়ে আঁখি।
মাছরাঙা সেও মাছটারে চায় রাখতে মেঘের খাঁজে,
আমি শুধু খুঁজি লহরির সুর ছেঁড়া এক এস্রাজে।


২) খুঁজবে না জানি!


সযতনে গড়া ছোট এক নীড়ে পাশাপাশি দু’টি পাখি,
ভালোবাসা সে তো জনমের ধন সুধা সুরে মাখামাখি।
অদূরে গেলেও হানা দিবে স্মৃতি ক্ষয়ে ক্ষয়ে নিরজনে,
তবু তুমি মোরে খুঁজবে না জানি নীরদের আলাপনে।


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/১১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন