আমি’র খোঁজে
=========================@@@


চিনছি যেদিন বোধ সঁপে ভাই বিচিত্রতার ঘড়া,
সেদিন থেকেই পুষছি কানে
কেউ দেখি কয় গানে গানে
একটা আমি’র শাঁস দিয়ে এই বিশ্বজগত গড়া।


বুকের ঘরেই সেই আমিটা করছে শুনি বাস।
ভেবেই তারে পরম মণি
হাতড়ে বেড়াই দিন-রজনী
ব্যস্ত রেখে দুই পাঁজরের দুই সিকি বিশ্বাস।


খুঁজতে খুঁজতেই দম হলো শেষ রিক্ত বুকের ছাতি,
ঘোলা চোখে আরশি দেখে
ফের তবু যাই নকশা এঁকে
পাবোই ভেবে আমি’র দেখা রোজ নিরালায় মাতি।


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/১১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন