অমাবস্যার কালো
বোরহানুল ইসলাম লিটন
=================



হৃদ পাথার টা রৌদ্রে ভরা
নেইকো শীতল ছাড়া,
জীবন বৃক্ষ পত্র হারা
ছাড়তে সকল মায়া।


মন মাঝি টা গাইছে যেন
পিক পাপিয়া র শত,
অন্ত ভুবন মেঘে ঢাকা
কাল বোশেখের মতো।


চিন্তা চেতন দিশে হারা
ঘুরছে পাগল বেশে,
স্মৃতিগুলো দিচ্ছে উঁকি
উড়ছে ভেসে ভেসে।


আশা টা আজ বড্ড একা
পায় না ভোরের আলো,
জীবনটা কি ভরলো তবে
অমাবস্যার কালো?


**********************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০২/২০২০ইং।