রুবাইয়াত-ই-বোরহান (অমরত্ব)
=========================@@@


(১)
মৃত্যু তো ভাই হবেই মানি শুনবে কি যম নারাজী!
গতর তারও ধুল হবে শেষ ঢের জানে যে কারসাজি।
তবু আশায় চায় যদি কেউ থাকবো বেঁচে এই ভবে,
পরের তরে জান সে কি দান করবে না কাল? ধুর আজি!


(২)
ধরার মোহ রোজ মনে যার দ্বন্দ্বে গড়ে ক্ষিপ্র বল,
মরণ নদীর নাব্যতা তার ততই বেড়ে হয় অতল।
বললে যে কেউ ’এই কি জীবন, চাই তো আমি বাঁচতে ভাই!’
জান যেন সে পদ্ম পাতায় শিশির ভেবে রয় সজল।


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৪/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন