অন্তিম দান
====================@@@


ছেলে বসে কয় পিতার শিয়রে
বক্ষ ভাসায়ে জলে,
ভাবো দেখি বাবা কেমনে বাঁচবো
যাও যদি রেখে চলে!


তুমি ছাড়া এই ধরণীর বুকে
কে আছে আমার পাশে!
সহায় হোক বা সম্পদ ছাড়া
কভু কি জীবন হাসে!


সরু হাতখানি বদনে বুলায়ে
বৃদ্ধ পিতায় কয়,
এ’ জাহানে জাগা সবই নশ্বর
কেউ আপনার নয়!


ছেঁড়া লেখাটুকু দিয়ে গেনু তোরে
জেনে সম্পদ মনে,
পড়িস কিন্তু নিরালায় তব
থাকবো না যবে সনে!


বেলা শেষে পিতা ঠিকই চলে গেলো
কালের রজ্জু ধরি,
রয়ে গেলো তার উপদেশ বাণী
হয়ে অকূলের তরী।


একদিন ছেলে অসীম আশায়
দ্যাখে ছেঁড়া পাতা খুলে,
লেখা আছে তাতে ‘কখনও যাস্ নে
বিধাতার কৃপা ভুলে!’


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন