পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার নামে আরম্ভ করলাম:
মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানী ও আপনাদের দোয়ায় প্রকাশিত হয়েছে আমার প্রথম একক কাব্যগ্রন্থ 'অন্তিম প্রতিধ্বনি'।
সংক্ষিপ্ত বিবরণ
---------------
কাব্যগ্রন্থ : অন্তিম প্রতিধ্বনি।
কবিতা সংখ্যা : ১১১টি।
কবি : বোরহানুল ইসলাম লিটন।
প্রকাশকাল : একুশে বইমেলা/২৫।
উৎসর্গ : প্রয়াত মাতা পিতা ও চাচা মোঃ মজিবর রহমান এর প্রতি।
প্রকাশনী : চয়ন প্রকাশন।
প্রকাশক : লিলি হক।
প্রচ্ছদ : হাসিনা আক্তার হিমি।
মূল্য : ২৫০ টাকা।
প্রাপ্তিস্থান : স্টল নং - ১৭০ ও রকমারি ডটকম।
গ্রন্থটিতে প্রকাশিত সমস্ত কবিতা-ই আত্মোপলব্ধি ও বাস্তবতার আলোয় বেষ্টিত।
বিনীত
বোরহানুল ইসলাম লিটন