অন্তমিল (১৫০তম নিবেদন)
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


গাছের ডালে কাক শালিকে
দুলতে পাশাপাশি,
গল্পে মজে ঠোঁট বাঁকিয়ে
করছে হাসাহাসি।


দিচ্ছে যদি পালক নেড়ে
অন্যে খুশি মনে
উকুন তুলে খোশ সোহাগে
ডাকছে ক্ষণে ক্ষণে।


হয় কি কভু দুই পাখিতে
গোত্র ছাড়া মিল?
অবাক হয়ে তাইতো ভাবি
খটকা লেগে দিল।


হয়তো কোথা ঘাপলা আছে
দেখছি না তো ভুল?
আনমনেতে চুলকে মাথা
টানছি মুঠো চুল।


তল টা গিয়ে দৃষ্টি ফেলে
ভাবনা হলো হ্যাং,
মিল টা দেখি নেই দু’জনের
একটা করে ঠ্যাং।।


===============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/০৫/২০২০ইং।