অন্ধের মা
বোরহানুল ইসলাম লিটন



জন্ম থেকে অন্ধ হয়ে
এসে ধরার বুকে,
মায়ের গন্ধে জীবন  পেলাম
ছন্দ ভরা সুখে।


ভাই বোন আত্মীয় স্বজন
কতো আপনজন,
আমার ব্যথা কেউ বুঝতো না
জানতো মায়ের মন।


চিন্তা ভরা মনটি নিয়ে
থাকি খাটের পরে,
গন্ধ পেয়েই বুঝতাম আমার
মা এসেছে ঘরে।


আমার দুখে কাঁদতো মাতা
শব্দ পেতাম কানে,
আতঙ্কেতে উঠতো কেঁপে
শঙ্কা ভরা মনে।


কেমন আছিস? জিজ্ঞাসিতে
বলতাম আমি ভালো,
তোমার স্নেহে কেমনে আমি
খারাপ থাকি বলো?


চল না খোকা বসবি গিয়ে
নিমগাছ টার তলে,
’বেশ তো আছি’ বলে মায়ের
হাত বুলাতাম গালে।


চোখের আলো দাও না প্রভু
একটুখানি সুখ,
পরান ভরে দেখবো শুধু
আমার মায়ের মুখ।


আজ মা আমার লুকিয়ে আছে
দূর আকাশের দেশে,
আমি তো মা ভালোই আছি
তোমায় ভালোবেসে।


সারাদিন ঘুরে বেড়াই
গন্ধে তোমায় খুঁজি,
সর্বহারা জীবনে মোর
এইটুকু নিই পুঁজি।


হয়তো তুমি কোনদিন আর
আসবে নাকো ফিরে,
তবুও তোমায় খুঁজবো আমি
শত স্মৃতির ভিড়ে।।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০১/২০২০ইং।