====================@@@


ও মাঝি বাইবে আর
কতকাল, ক্ষয়ে ক্ষয়ে তরি, সয়ে বিভাবরী?
যাদের করছো পার
শুনে শুধু আবদার,
তারাই তোমাকে যদি
অকাতরে, ভাবে কিঙ্করী!


মানছি জীবন চলে
চিরকাল, প্রীতির রণনে,
রাখে কি বিরান গৃহ
তবু কেউ, আবেশে স্মরণে?
ছড়াতে সুরভী তান
হলেই বা রঙ্গন,
সাজলে যাদের তরে
হোক বসে অন্দরে,
তারাই তোমাকে যদি
অকাতরে, ভাবে কিঙ্করী!
ও মাঝি বাইবে আর
কতকাল, ক্ষয়ে ক্ষয়ে তরি, সয়ে বিভাবরী?


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫-০৮-২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন