আর্তি  
বোরহানুল ইসলাম লিটন
=====================৥৥৥


পাপ ভরা মন অন্ধ ভুবন ব্যস্তে চলা প্রাণ,
স্বার্থতে ক্ষণ গাল কটুতে গর্বে পাওয়া মান।
সন্ধ্যাতে আজ ভাবছি বসে অন্ত জ্বালায় পুড়ে,
প্রেমহীনা মোর মূর্খ মনের মিলবে কি শেষ ত্রাণ?


=====================৥৥৥


রিক্তের হাত
বোরহানুল ইসলাম লিটন
=====================৥৥৥


বান্দা অধম একলা জেগে স্তব্ধ নিশি রাতে,
অশ্রু জলে মন আকুলে কাঁদলে মোনাজাতে,
নাম বিনে কি পারবে তুমি থাকতে অবিচল
জ্ঞানহীনে দাস ফিরলো যদি রিক্ত দুটি হাতে?


=====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭-০৮-২০২০ইং।