আশাধারী নদী
=======================@@@


শালিক বুঝলে ওই কাজলার ভাষা,
হারতো কি ক্ষণকাল নির্জলা সে’ আশা?


বলতো বকের কাছে রোজ যেয়ে যেয়ে
সকালে বিকেলে করে মৃদু কানাকানি,
শাপলা শালুক শুনে হাসতো সলাজে
উছল খুশিতে হতো উদ্বেলিত টলটলে পানি।


দোলনে উঠতো মেতে কাঁচা ধান ক্ষেত
শ্যাওলার দড়ি ছিঁড়ে ক্ষ্যাপা সমীরণে,
ব্যাকুলে গাইতো মেঘ পাশাপাশি নেচে
উড়ন্ত চিলের পাখ পদাঘাতে ভেঙে মনে মনে।


তখনি আতঙ্ক খোয়ে মিলে-মিশে রকমারি মাছ
গোল্লাছুট খেলা তলে ব্যস্ততায়
স্তব্ধতা হারাতো যদি,
নিঃসন্দেহে হতো ওই কাজলার বুক
ছটফটে ধারা পেয়ে উষ্ণ উষ্ণ আশাধারী নদী।


=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন