আশার বাসা গর্ব ও আমড়া (তিনটি সিনকেইন)
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


(১) আশার বাসা (মিরর সিনকেইন)


             আশা,
        কারোর ত্রাণেই
      চায় না হতে নাশা,
রাখলে সে মান বিশ্বাসে তার
            খাসা।
            বাসা,
  চাইলে তবু রয় না খাসা
      খেললে যেন সেথা
         খুন করে ঘুন
             পাশা।


(২) গর্ব (রিভার্স সিনকেইন)


            গর্ব,
নয় কভু তা অধিক ভালো
     থাকলে তবু মেতে
          দুঃখ হবে
            পেতে।


(৩) আমড়া (বাটারফ্লাই সিনকেইন)


             আমড়া,
          সুখের দিনে
       যায় যদি তা খোয়া,
  ফাও আনে সে এক সেরে এক
             পোয়া,
   আর তা হলে দুখের দিনে
        মিলবে তবু কিনে,
           শুধুই আঁটি
              চামড়া।


(শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় কবি ‘রহমান মুজিব’ কে
কারণ তার আলোচনায় অনুপ্রাণিত হয়েই
আমার ’সিনকেইন’ লেখা শুরু)
=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮-০৫-২০২১ইং।