আসবি না মা ফিরে!
======================@@@


আসবি না মা ফিরে
গুড় এ’ নদীর তীরে,
যেথায় রাতে চাঁদ উঁকি দেয়
আটকে বটের শিরে!


আম কাঁঠালের ঘ্রাণ
কাঠবিড়ালির ভান,
নেই কি জেগে মনের কোণে
কাক শালিকের গান!


তোর এ’ ঘরের দোরে
আজও এসে ভোরে,
আগের মতোই দোয়েল ডাকে
লেজ উচিয়ে জোরে।


আর না পেলে গল
স্নেহের সে’ আঁচল,
কার আশে ফুল খুঁটবে খুকি
বলতো লেবুর তল!


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৫/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন