আসবি না মা ফিরে!
======================@@@
আসবি না মা ফিরে
গুড় এ’ নদীর তীরে,
যেথায় রাতে চাঁদ উঁকি দেয়
আটকে বটের শিরে!
আম কাঁঠালের ঘ্রাণ
কাঠবিড়ালির ভান,
নেই কি জেগে মনের কোণে
কাক শালিকের গান!
তোর এ’ ঘরের দোরে
আজও এসে ভোরে,
আগের মতোই দোয়েল ডাকে
লেজ উচিয়ে জোরে।
আর না পেলে গল
স্নেহের সে’ আঁচল,
কার আশে ফুল খুঁটবে খুকি
বলতো লেবুর তল!
======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/০৫/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
"লেবুর গাছের তল খুকি কোথায় বল ,
খুকির চোখ করে ছল ছল কোথায় মা তুই বল?"
চমৎকার প্রেক্ষাপট !প্রিয় কবিকে অনন্ত শুভেচ্ছা
জানাই ! ভালো থাকুন !
মা ডাকে এমনিই জাদু...
সে যে স্বর্গীয় মধু(অমৃত)...
চমৎকার কাব্যে বিবরণ...
এতটাই হৃদয়স্পর্শী ও আবেদন...
পড়ে চোখে এসে গেলো জল ও ভালোলাগা রেখে গেলাম মুগ্ধ মন।
ভালো থাকুন প্রিয় কবি।অসীম শুভেচ্ছা রইল।
অপূর্ব। আন্তরিক শুভকামনা রইল প্রিয় কবি।
মায়ের মায়ায় অপূর্ব ছড়া কাব্য কথন,অনেক মুগ্ধতা ও ভালো লাগা রইলো পাঠে, সম্মানিত কবির জন্য শুভকামনা থাকলো অফুরন্ত।
চোখের পানি থামাতে কষ্ট হচ্ছে
ঠিকই
আসবে না মা ফিরে
নাই মা তুই আমায় ঘিরে
ডাকবে না সেই সুরে
দেখবো না ঘুরে ঘুরে।
হার্দিক ভালবাসা নেবেন প্রিয় কবি।
ছড়া-কবিতা ভীষণ ভাল লাগলো সম্মানিত কবি।
অফুরান্ত শুভেচ্ছা ও ভালবাসা রইল।
অসাধারণ সুন্দর একটি ছড়া কবিতা। মায়ের প্রতি অসাধারণ আকর্ষণ। সত্যিই খুব ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
অসাধারণ একটা লেখা।
শুভ কামনা রইলো।
মায়ের টান
শালিকের গান
সেকি ভোলা যায়।
সুন্দর বেশ সুন্দর কাব্য
দারুন ছড়া কবিতা পাঠে মুগ্ধতা রাখিলাম