আস্ফালন (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


নাম রেখে দিলবর জ্ঞান করে দান
লুকাতে আপন দোষ পুষে গোঁড়া রাগ,
হারালে নায়ের থালা রাখতে সে মান
গরবে গলুয়ে দেয় কাচি কাটা দাগ।


ফুঁ দিয়ে উড়াতে চায় বিধাতার শান
মানুষকে সদা ভেবে আপনার দাস,
পেশীতে কতো টা বল করতে প্রমাণ
টিপে দ্যাখে রেলে চলা চাকার বাতাস।


কুড়ায়ে ধুলের ঢেলা নিয়ে কোঁচা ভরে
আষাঢ়ে নদীতে যায় মাঝে দিতে বাঁধ,
চুরি করা বাঁশ কেটে দূরবীন গড়ে
আঁধার নিশীথে পায় অনায়াসে চাঁদ।


ফাঁকা ঢোল পেলে তবু বলে দিয়ে বাড়ি
আওয়াজটা কেন এর গগন বিদারী!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০২/২০২১ইং।