আসিস সখী চাঁদনী রাতে!
[email protected]@@
আসিস সখী চাঁদনী রাতে
শ্যামলা নদীর ঢালে,
গান শুনাবো ডাহুক হয়ে
স্রোতের তালে তালে।
লাজ মুখে তোর মেঘের ভেলা
ধরলে ক্ষণিক ছাতি,
জোনাক ডেকে তুলবো সে ক্ষণ
তারায় তারায় মাতি।
ঝিরঝিরে বাও চুল নিয়ে ফের
গড়লে মাতাল খেলা,
দেখবি মায়ায় ঢেউ দিয়ে ঢেউ
ক্যামনে সাজায় মেলা।
না পেয়ে শেষ দেখতে আমায়
হোস যদি উদাসী!
দিবেই এনে চাঁদ ও’ মুখে
গহন জলের হাসি।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
দারুণ!
প্রগাঢ় অনু্ভূতির নান্দনিক প্রকাশ। অভিনন্দন, সম্মানিত কবি।
অপূর্ব উপস্থাপনা। অনেক অনেক ভালো লাগলো।
ভালো থাকবেন প্রিয় কবি।
সুন্দর রোমান্টিক কবিতা।ভালো লাগে
চমৎকার অনন্য সুন্দর অনবদ্য প্রকৃতি প্রেমের ছান্দসিক কবিতা পাঠে মুগ্ধতা ছড়ালো প্রিয় কবি। অপূর্ব! ভালো থাকবেন সবসময়।
🥀❤🥀 অসাধারন অনুভূতি, মনোমুগ্ধকর উপস্থাপন!🔥🌹-শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা❤👌🌻 আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা 🌹
প্রকৃতি প্রেমের অপূর্ব সুন্দর কবিতা । শুভেচ্ছা অনন্ত প্রিয় কবি।
অপূর্ব সুন্দর কাব্যসুধায় মুগ্ধ হলাম,
খুবই ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
প্রকৃতির সুরে মধুময় প্রেমগাঁথা। হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
মনোহর ভাবনার বেশ অসাধারণ একটি কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। আজকের দিনটি আপনার ভালো কাটুক ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ কামনা নিরন্তর ।। শুভ দুপুর প্রিয় কবি
সুন্দর প্রকৃতি ও প্রেমের মিলনে অপূর্ব ছান্দিক কাব্য , শুভেচ্ছা জানাই ।
ভাল থাকুন অহরহঃ, প্রিয়কবি ।
দারুণ আবেগময় প্রকৃতি ও প্রেম বিরহের বিবিধ কবিতা , ভাল লাগলো ; শুভেচ্ছা ও শুভকামনা রইল ।
প্রকৃতি ও প্রেমের অপূর্ব নান্দনিক উপস্থাপনা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।