আসিস সখী চাঁদনী রাতে!
====================@@@


আসিস সখী চাঁদনী রাতে
শ্যামলা নদীর ঢালে,
গান শুনাবো ডাহুক হয়ে
স্রোতের তালে তালে।


লাজ মুখে তোর মেঘের ভেলা
ধরলে ক্ষণিক ছাতি,
জোনাক ডেকে তুলবো সে ক্ষণ
তারায় তারায় মাতি।


ঝিরঝিরে বাও চুল নিয়ে ফের
গড়লে মাতাল খেলা,
দেখবি মায়ায় ঢেউ দিয়ে ঢেউ
ক্যামনে সাজায় মেলা।


না পেয়ে শেষ দেখতে আমায়
হোস যদি উদাসী!
দিবেই এনে চাঁদ ও’ মুখে
গহন জলের হাসি।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৪/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন