আত্মগর্বের মান (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
=======================৥৥৥


বুদ্ধু কাকা বললো ডেকে
আয় দীনু বস দ্যাখ,
আমার ছেলে পাস দিয়েছে
রোল নাকি ওর এক।


চায় হতে ও ছাত্র নেতা
করবে এবার ভোট,
জিজ্ঞাসিনু ছাত্র কতো
ওই শ্রেণিতে মোট?


বললো হেসে ছাত্র ছিল
সব মিলে জন তিন,
এক লেগেছে কর্ম কামে
শোধতে পেটের ঋণ।


আর বাঁকি যে ওই ছেলেটা
রোল বুঝি তার দুই?
গোমরা মুখে বললো রেগে
ভাব দেখি বেশ তুই!


আজ যদি সে থাকতো বেঁচে
করতো কি আর ত্যাগ?
সাত জনমে রোল হতো না
আমার ছেলের এক।


=====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/০৭/২০২০ইং।