বাবার বিশালতা
বোরহানুল ইসলাম লিটন
===============//


ভর দুপুরে চলছি হেঁটে
মন ভরা মোর আশ,
আমার বাবা গঞ্জে গেছে
কিনতে ইলিশ মাছ।


আনবে আরো তিলের খাজা
খেজুর গুড়ের লালি,
যাবার কালে বলছে ডেকে
আনবে দোয়াত কালি।


ব্যাগ আনিতে কষ্ট হবে
বইতে অনেক ভারি,
হাঁটতে দিবে তপ্ত রোদে
চার কিলো পথ পাড়ি।


তাইতো আমি চলছে হেঁটে
এগিয়ে নিবার তরে,
আমার বাবার কষ্ট যদি
একটু খোদায় কাড়ে।


ঐ তো আমার আসছে বাবা
দৌড়ে গেলাম কাছে,
আমায় দেখে হাত বাড়িয়ে
টানলো বুকের কাছে।


বললো হেসে উঠবি খোকা
আমার কোলের পরে,
গাল ফুলিয়ে ধরতে আড়ি
ব্যাগটি নিবার ঘাড়ে।


দাও না বাবা ব্যাগটি নিয়ে
চলতে তোমার সাথে,
একটু গিয়ে ফিরিয়ে দিব
না হয় তোমার হাতে।


রোদ গরমে সারা শরীর
উঠছে তোমার ভিজে,
মুচকি হেসে বললো বাবা
বলিস না তুই কি যে?


তুই তো অনেক ছোট খোকা
বাড়বে যখন জ্ঞান,
বুঝবি তখন আজকে তোকে
ব্যাগ দিলাম না ক্যান।


হাসতে খোকা তুললো তারে
বসতে কাঁধের পরে,
এক কাঁধে ব্যাগ অন্যে খোকা
চললো মায়ায় ভরে।


পাক প্রকৃতি মুগ্ধ যেন
দেখতে তাদের খেলা,
তপ্ত রোদে মাথার উঁচে
হাসছে মেঘের ভেলা।।


***********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৩/২০২০ইং।