বাবার চশমা
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


বয়স যখন ছয়,
বাবা দিয়েছিল রঙিন চশমা
তখনি করেছি ক্ষয়।


একদিন আমি অনেক টা বড়
বৃদ্ধ পিতায় ডেকে,
আমারে চশমা এনে দিবি বাবা
বলিল যাসনে রেগে।


সেই কিনে দিয়ে ফ্যাকাসে চশমা
বিদেশে দিয়েছি পাড়ি,
বাবা চলে গেলো দূর অজানায়
ফিরা তো হয়নি বাড়ি।


আজ আমি বসে বাড়ির উঠোনে
রঙিন বিকেল বেলা,
অদূরে আমার ছেলে বসে একা
খুশিতে করিছে খেলা।


চোখে দেখে সেই ফ্যাকাসে চশমা
নীরবে হারিয়ে বল,
চোখ হতে শুধু গড়িয়া পড়িল
দু’ফোটা অশ্রু জল।


===============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৪/২০২০ইং।