বাবার স্মৃতি
বোরহানুল ইসলাম লিটন


কেমন আছো বাবা তুমি
আমায় ফেলে দুরে?
তোমার স্মৃতি দেয় যে তাড়া
শত স্মৃতির ভিড়ে।
সেই যে তুমি চলে গেলে
হলাম আমি একা,
আজ অবধি পেলাম না আর
সঙ্গী সাথির দেখা।


পাশে বসে বলতে তুমি
পড় না খোকা পড়,
অনেক বড় দেখবো তোকে
সইছে না যে তড়।
বড় হয়ে যেদিন তুই
রাখবি সবার মুখ,
কেমন হবে বলতো সেদিন
গর্বে আমার ‍বুক?
কখনও যদি নিজের কাছে
যাস কভু তুই হেরে,
অনেক দুরে চলে যাবো
তোকে কিন্তু ছেড়ে।
সবকিছু তো ঠিকই ছিল
কি দোষ তুমি পেলে,
তবে কেন দুরে গেলে
আমায় একা ফেলে।


আজও আমি আছি বাবা
ঐ ছোট্ট সোনার গাঁয়,
তোমার কবরটা রেখেছি
বড় বটগাছ টার ছায়।
সারাদিনের কর্মে যদি
ক্লান্তি আসে মনে,
কবরটার পাশে বসে কথা
বলে যাই আনমনে।
চাই না বড় হতে আমি
চাই না যেতে দুরে,
সারাজীবন থাকতে যে চাই
তোমার স্মৃতি ঘিরে।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০১/২০২০ইং।