কি রে ছোটু, রাস্তার ধারে
বসে আছিস যে একা?
আজ বুঝি তোর হয়নি কোন
সঙ্গী-সাথীর দেখা?
খালি গায়ে আছিস কেন?
মূখে নাই যে হাসি?
ঠান্ডা লেগে বুক চাপবে
ধরবে যে জ্বর-কাশি।
গোমরা মুখে থাকিস কেন?
হাসতে আছে মানা?
পেট দেখে তো মনে হয়
আজ পরেনি পানি-দানা।
কোথায় থাকিস? চল দেখি
তোর বাসার ঠিকানা,
দেখবো কেন তোর বাবা-মা
তোকে ভালোবাসেনা।


কে যে আমার নাম রেখেছে
নয়কো বাবা-মায়,
বাবলা আমার নামটি বাবু
ওটাই পরিচয়।
জন্ম দিয়েই মা মরেছে
জন্মের আগে পিতা,
বাবা-মায়ের ভালোবাসা কি
মোর নয়কো জানার কথা।
পথে খাই পথেই ঘুমাই
পথই ঠিকানা,
সবাই আমার আপন
কিন্তু কেউ আমার না।
যাদের আমি আপন ভাবি
সবাই করে পর,
দুনিয়াটাই আপন তবে
খুবই স্বার্থপর।