ব্যাঙ্গা বেঙ্গীর বিয়ে
বোরহানুল ইসলাম লিটন
===============৥৥৥


খালের মাঝ নেইকো পানি
বিল টা খরায় শুকে,
বৃষ্টি বিনে ফাটছে মাটি
অন্ত জ্বালার দুখে।


আয় রে তোরা আয় না ছুটে
চাল মুঠো ডাল নিয়ে,
ডাল খিচুড়ি রেন্ধে দিব
ব্যাঙ্গা বেঙ্গীর বিয়ে।


কলার পাতে ব্যাঙ লুকিয়ে
গায় মেখে সব রং,
ঘুরতে হেসে পাড়ার বাড়ি
করবো নানান ঢং।


ঝন্টু দাদায় বর সাজিয়ে
রাখবো ছাতার তলে,
পাগলা টাকে বাদ দিব না
রাখতে মোদের দলে।


আকাশ কোণে মেঘ জমলে
করবো না কেউ ডর,
খিচুড়ি খেয়ে ফিরবো বাড়ি
বৃষ্টি নামার পর।।


===============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৪/২০২০ইং।