ব্যাঙের ঠ্যাং
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


সূর্যটা শেষ পড়ছে হেলে
নেই কোনো আর রোদ,
আবছা আঁধার এই বুঝি পথ
করবে অবরোধ।


ধীর পদে হাঁস মুরগীগুলো
খুঁজছে আপন ঘর,
চু কিত কিত খেলছে তখন
ছোটকি উঠোন পর।


তার পাশে এক ছোট্ট হোলা
ভাবছে গাছের তল,
এই খেলা তো হেব্বি দারুণ
একটুও নেই ছল।


খেলবো আমি বন্ধু হয়ে
আজ ধরে দুই হাত,
ছাড়বো না তা হয় যদি সাঁঝ
কিংবা নিশি রাত।


মন ভরা খোশ স্বপ্ন আশায়
যেই দিলো লাফ ব্যাঙ,
দৌড়ে এসে মুরগীটা তার
ধরলো দুটি ঠ্যাং।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/১০/২০২০ইং।