বাস্তবতা
বোরহানুল ইসলাম লিটন


জীবনে যখন ভাসে শান্তির ভেলা,
সন্ধ্যাকেও মনে হয় এ নয় অবেলা।
বন্ধু-বান্ধব বলো আর আত্মীয়-স্বজন,
দুঃখ সুখে পাশে পাশে থাকবে সারাক্ষণ।
পৃথিবীটাই আপন তখন পাই যাহা চাই,
চাঁদকেও মনে হয় আপনা ভাই।


জীবনে কখনও যদি আসে পরাজয়,
বুঝবি কে আপন কে বা তোর নয়।
চারদিকে ছিল যারা হয়ে মিষ্টি ভাষী,
দুর থেকে ওরাই ফাটবে দিয়ে অট্টহাসি।
স্বজন প্রিয়জন বলে পাশে ছিল যারা,
ব্যস্ততার অজুহাতে দুরে সরে যাবে তারা।
এ কুল ও কুল যখন সব যাবে হারিয়ে,
শুধু জীবনটুকুই সাথ রবে হয়ে আপনা দাঁড়িয়ে।


প্রকাশ কাল
১৫/১২/২০১৯ইং।