বাতাস
বোরহানুল ইসলাম লিটন


কেউ বলে বাতাস আবার
কেউ বা বলে বায়ু,
আপন থেকে পর হয়ে যায়
শেষ হয় যখন আয়ু।


পাতাল থেকে শুরু করে
ঐ যে দুরের আকাশ,
সবখানেতেই বিরাজ করে
মূল্যবান এই বাতাস।


আগুন পেয়ে বিজ্ঞ মানুষ
বিকাশ সভ্যতার,
এই আগুন জ্বালাতে ও কিন্তু
বাতাসের দরকার।


দোজাহানের দুকুল ভরা
যত জীব আছে,
এই বাতাসটি ছাড়া না কেউ
থাকতে পারে বেঁচে।


ফুটবল আর গাড়ির চাকা
বাতাস দিয়ে ভরে,
পেটে আবার আটকে বাতাস
যায় আবার কেউ মরে।


শুকায় কাপড় ঘুরায় পাখা
শান্তি সুখের আশে,
রোগ ব্যাধিতে ভুগে আবার
দূষিত বাতাসে।


শ্বাস কষ্ট হাঁপানি আর
ফুসফুস ক্যান্সার,
বায়ু দূষণ বৃদ্ধি করে
এই রোগগুলির প্রসার।


চেতন যদি না হই মোরা
বায়ু দূষণ রোধে,
ঠকতে হবে সারাজীবন আর
ভূগবো পদে পদে।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০১/২০২০ইং।