বাতি ও নায়না (দু’টি বাটারফ্লাই সিনকেইন)
====================@@@


(১) বাতি
    ---------


           বাতি,
        ভেবে কভু
  কমছে আলোর খ্যাতি,
নিদকে যদি না মানে সে
          ঘাতি,
সুযোগ পেয়েই বলবে আঁধার
    এই তো আমার জাতি,
        গড়তে নিবিড়
            রাতি।


(২) নায়না
     ---------


          নায়না,
      আপন স্বরূপ
     তুচ্ছ ভেবে কভু
কৃত্রিমতায় খুঁজলে তৃষার
          বায়না,
বলবো না তা ভীমরতি সব
    গড়লে বসত আগে,
        চিত্তে লোভী
           হায়না।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫-০১-২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন